UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ার মুদি দোকানে চুরি

ঊষার আলো
জানুয়ারি ২০, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ডুমুরিয়ায় একটি মুদি দোকানে চুরি সংঘটিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কাঁঠালতলা বাজারে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক অশোক কুমার দে জানান, প্রতিদিনের ন্যায় দোকানের বেচাকেনা শেষে দোকান বন্ধ রাতে বাড়িতে যাই। সকালে খবর পেয়ে এসে দেখি রাতে অজ্ঞাত নামা চোরেরা একতলা ভবনের সিড়ি ঘরের চালের টিন খুলে ও চালের নীচে থাকা লোহার খাচা কেটে ভিতরে প্রবেশ করে।

এসময় চোরেরা ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ১৫ হাজার টাকা, সাবান, সিগারেটসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।

প্রসংগত: গত বুধবার দিবাগত রাতে ডুমুরিয়া থানা ধীন থুকড়া বাজারে দুই দোকানে দু:সাহসিক চুরি সংঘটিত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।