UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় সেনাপ্রধানের আগমনের প্রস্তুতি সম্পন্ন

ঊষার আলো
জানুয়ারি ৪, ২০২২ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :    ডুমুরিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মঙ্গলবার ও বুধবার শীতকালীন প্রশিক্ষণ মহড়া উপলক্ষে দুঃস্থ মানুষের জন্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের আয়োজন এবং সেনা প্রধানের আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার খর্ণিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে সকাল ৯টা হতে এ চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু করা হবে।

বাংলাদেশ সেনা বাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ডুমুরিয়া ও তৎসংলগ্ন এলাকার দুঃস্থ মানুষদেরকে সেনাবাহিনীর চর্ম, শিশু, ধাত্রী, মেডিসিন ও অন্যান বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া ৫ জানুয়ারি ডুমুরিয়ার চুকনগরে সেনাবাহিনীর প্রধানের আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সেনাবাহিনী।