UsharAlo logo
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি বৃহস্পতিবার

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ২০, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ১৩তম সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানির জন্য আপিল বিভাগে বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছেন চেম্বার আদালত।

এর আগে গত বুধবার (১৬ অক্টোবর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করেন। এর পরদিন বৃহস্পতিবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

বাংলাদেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা মূলত ১৯৯১ সালের সংবিধানের ৫৭(১) অনুচ্ছেদ অনুযায়ী চালু হয়েছিল, যা নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার গঠনের উদ্দেশ্যে ছিল। এই ব্যবস্থা ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিভিন্ন নির্বাচনে ব্যবহৃত হয়েছে।

২০১১ সালে সংসদে পাস হওয়া ১৫তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়। এর ফলে নির্বাচনের পরিচালনা এখন সরকারের দায়িত্বে চলে যায়, যা পরবর্তী সময়ে নানা রাজনৈতিক অস্থিরতা ও বিতর্কের জন্ম দেয়।

এই বাতিলের ফলে রাজনীতিতে নানা পরিবর্তন আসে এবং তা দেশের নির্বাচনী প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া ও দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আলোচনা হতে থাকে।