UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তালার সাবেক চেয়ারম্যান এ্যাড. আব্দুর রহমান গাজী আর নেই

usharalodesk
মে ১৮, ২০২১ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

তালা প্রতিনিধি : তালা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাতক্ষীরা জজ কোর্টের সাবেক এপিপি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুর রহমান গাজী (৬৪) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। মঙ্গলবার (১৮ মে) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তালা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাপুর গ্রামের মরহুম সিরাজ উদ্দীন গাজীর বড় ছেলে। মৃতকালে তিনি স্ত্রী, তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (১৮ মে) বিকেলে শাহাপুর স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক করস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. রেজওয়ান উল্লাহ সবুজ, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী, সাস পরিচালক শেখ ইমান আলী, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, সাবেক চেয়ারম্যান এস. এম. নজরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. আব্দুর রহমান, উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মো. আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সেতু পরিচালক আবুল হোসেন, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ ও অ্যাড. আব্দুল মালেক প্রমুখ। হাজারো মানুষের অংশগ্রহণ অনুষ্ঠিত জানাযা নামাজে ইমামতি করেন তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান।
উল্লেখ্য, এ্যাড. আব্দুর রহমান গাজী শাহাপুর সিরাজউদ্দীন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, তার স্ত্রী রোকেয়া বেগম শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বড় কন্যা সুবর্ণা রহমান সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এবং ছোট দুই কন্যা কলেজে অধ্যয়নরত আছেন।

(ঊষার আলো-এমএনএস)