UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদায় গণহত্যা দিবসের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

usharalodesk
মার্চ ২৫, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি : তেরখাদায় জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বিশিষ্ট ব্যক্তি বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৫ মার্চ) বেলা এগারোটায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মূর্শেদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফত হোসেন মুক্তি, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের ও বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, সহকারি প্রোগ্রামার লিডম পল বালা, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ফেরদৌস বেগম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মোঃ কায়নাত হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তি ও মুক্তিযোদ্ধাবৃন্দ।