তেরখাদা প্রতিনিধি: উপজেলার সাচিয়াদাহ ইউনিয়নের কোলা-পাটগাতী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধ জরিমানা করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায় উপজেলার সাচিয়াদাহ ইউনিয়নের কোলা-পাটগাতী এলাকার শান্তি পদ বিশ্বাস এর মেয়ে (১৭) এর সাথে ইন্দুহাটি এলাকার পঞ্চানন রায়ের ছেলে চয়ন রায়(২৩)এর বিবাহ আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ আইন-২০১২ মোতাবেক(১০০০০/-) দশ হাজার টাকা জরিমানা া করেন।এ সময় তিনি বলেন বাল্যবিবাহ নিরোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় আইন-শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।