UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

usharalodesk
জানুয়ারি ১৩, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নাগরিক উদ্যোগ খুলনার উদ্যোগে তেরখাদা উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প এর আওতায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্ন্তভুক্তি বিষয়ক এক মতবিনিময় সভা শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, অবঃ সহকারী কাস্টমস কমিশনার আব্দুল্যা আল মাহমুদ সাবু মোল্যা, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নাগরিক উদ্যোগ খুলনার সহকারী বিভাগীয় সমন্বয়কারী পলাশ দাস, শিক্ষক রিমা খানম, ইউপি মেম্বার নাসিমা কবির, শিবু বিশ্বাস, উষা রবি দাস, কিশোর মন্ডল ও নিরোদ রবি দাস।

সভায় এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।