UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদায় যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

koushikkln
ডিসেম্বর ১১, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলায় বিএনপি জামাতের সন্ত্রাসী ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ সেলিম ও আকবর শেখ এর উপর নির্মমভাবে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে রবিবার (১১ ডিসেম্বর) বিকালে বিক্ষোভ মিছিল তেরোখাদা কাটেংগা বাজারের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে ইখড়ি কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সমাবেশ হয়।

উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এফএম মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামিল খান, জাকির হোসেন, সেলিম আহমেদ, শেখ শামীম হাসান, মাসুদুর রহমান মোল্যা, জাহিদ হাসান,আলমগীর হোসেন, এফ এম মনিরুজ্জামান, সোহেল মোল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

অপরদিকে আজগড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কর্মীসভা হয়েছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি আকিজ উদ্দিন এর সভাপতিত্ব সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি এফ এম মফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিরাঙ্গীর।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম বদরুল আলম বাবর, শেখ সেলিম আহমেদ, মোল্যা শাহাজান কবির,আলমগীর হোসেন, শেখ তৌহিদ, আবু আহাদ কালু ,মাফিজ লস্কর, মিন্টু মোল্যা, রাসেল মুন্সী,মিল্টন হোসেন মিলু ,মঞ্জুর সর্দার, শিল্পী বেগম, শফিকুল ইসলাম সহ উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।