UsharAlo logo
মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

তেরখাদা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ

koushikkln
আগস্ট ১৭, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

তেরখানা প্রতিনিধি: তেরখাদ উপজেলায় বিগত বিএনপি-জামাত সরকারের আমলে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনের বুধবার (১৭ আগস্ট) বিকাল পাঁচটার সময় এ বিক্ষোভ মিছিল হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেরখাদা ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান সভাপতিত্বে সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেনের পরিচালনায় বিক্ষোভ মিছিল তেরখাদা, কাটেঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে তেরখাদা সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথ সভা শেষে সমাপ্ত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রাজা মিয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি,এফ এম মফিজুর রহমান, মোল্লা জিয়াউর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান, সওকাত মোল্লা, এ জি এম বাছিতুল হাবিব প্রিন্স, শেখ ফারুক আহমেদ,আব্বাস মোল্লা, আরিফুজ্জামান অরুণ,খান সেলিম আহমেদ,এস এম ওবায়দুল্লাহ বাবু,এস এম নাজমুল ইসলাম, শেখ মোঃ আনিচুল হক,জিল্লুর রহমান নান্নু, খান ফরহাদুজ্জামান সুমন,শেখ হুসাইন আহমেদ,কে এম আলিমুল ইসলাম, সোহেল মোল্লা সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।