তেরখাদা প্রতিনিধি: তেরখাদা উপজেলায় বঙ্গবন্ধু পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ তেরখাদা উপজেলা শাখার আয়োজনে সোমবার (১২ ডিসেম্বর) সকাল দশটায় ডাকবাংলা চত্বরে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো: মিশকাত মিনার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুন্সী মোঃ রাসেল রানা ও সরদার মঞ্জুর হোসেনের যৌথ পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন বঙ্গবন্ধু পরিষদ খুলনা জেলার কার্যকরী সভাপতি এসএম নুরুল হক নুরু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামাল জামাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনেয়ারা চম্পা, জামিল খান,পাপিয়া সরোয়ার শিউলি, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি, জাকির সর্দার, এফ এম মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক গাজী লিয়াকত হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওবায়দুল্লাহ বাবু শেখ শামীম হাসান শেখ সেলিম আহমেদ শেখ মোঃ আনিচুল হক, খান ফরহাদুজ্জামান সুমন, শেখ হুসাইন আহমেদ, শাকির হোসেন খোকন, রাশেদ সরোয়ার সুমন সহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন ও বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য যে সময় মোঃ মিশকাত মিনাকে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও মুন্সি মোঃ রাসেল রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।