তেরখাদা প্রতিনিধি: তেরখাদার উপজেলার ইখড়ি এলাকায় বাল্যবিয়ের আয়োজনে কন্যার অভিভাবক(পিতা) কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় তেরখাদা ইখড়ি এলাকার নান্টু মোল্লা নবম শ্রেণির ছাত্রী আমেনা খাতুন (১৫) বাল্য বিবাহের আয়োজন করা হয়।বিয়ের পাত্রীর বাড়িতে ধুমধাম করে চলছিল বিয়ের সকল প্রকার প্রস্তুতি ও আয়োজন। শনিবার (২০ আগস্ট) বিকাল তিনটার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে কন্যার অভিভাবক পিতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।এ সময় কন্যার অভিভাবক বৃন্দ মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না বলে অঙ্গীকার করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বাল্যবিবাহ রোধোক সমাজের সকল শ্রেণী-পেশা, সচেতন,গণ্যমান্য মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান পাশাপাশি তিনি বলেন বাল্যবিবাহ রোধে এ অভিযান অব্যাহত থাকবে।