UsharAlo logo
শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ বছর পর অপারেশন থিয়েটার চালু : জনমনে স্বস্তি

koushikkln
জুলাই ১৫, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি: তেরখাদা (৫০ শয্যা) বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় দীর্ঘ ১৪ বছর ধরে অপারেশন থিয়েটার কার্যক্রম বন্ধ থাকার পর পুনরায় এ কার্যক্রম চালু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তারের যোগদানের পর স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগ ও জেলা সিভিল সার্জন অফিসের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় হাসপাতালটির অস্ত্রোপচার কার্যক্রম চালু হওয়ায় তেরখাদাবাসীকে এখন আর জেলা শহরসহ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওপর নির্ভরশীল হতে হবে না। অকালে চিকিৎসা জনিত অবহেলায় ঘটবে না কোন দরিদ্র অসহায় গর্ভবতী মায়ের মৃত্যু। কোন কারণে বন্ধ হয়ে না যায় যেন এ মহতি উদ্যোগ ও কার্যক্রম এমনটাই প্রত্যাশা তেরখাদাবাসীর।

সদ্যজাত শিশু ও মায়ের সাথে চিকিৎসক-সহকর্মীরা – ঊষার আলো

বৃহস্পতিবার (১৪ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রসূতি মায়ের সিজারিয়ানের মাধ্যমে অস্ত্রোপচার কার্যক্রম চালু করা হয় সদ্য যোগদান করা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তারের নেতৃত্বে এনেস্থেশিয়াতে সহযোগীতা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা: মোঃ ইব্রাহিম, অপারেশনে অ্যাসিস্ট করে মোঃ মহসিন, সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার ও নার্সিং সুপারভাইজার মিনা এবং অন্যান্য মিডওয়াইফ বৃন্দ।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামের মোঃ আজিম সরদারের স্ত্রী লতা বেগম (২৫) স্বাভাবিক প্রসবে জটিলতা দেখা দেওয়ায় বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হন। পরে কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে তার সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা করেন। এতে করে তার ফুটফুটে একটি ছেলে সন্তানের জন্ম হয়। মা ও শিশু সন্তান উভয় সুস্থ আছেন।

এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য প: ও প: কর্মকর্তা ডাক্তার হেলেনা আক্তারসহ স্বাস্থ্য বিভাগের কর্মরত সকলকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি চিকিৎসা সেবা নিতে আসা তেরখাদার দরিদ্র অসহায় দুস্থদের বিভিন্ন প্রকার রোগীর রোগ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষা বিভাগ গুলো চালু করার জন্য জোর দাবি জানিয়েছেন।

খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মুর্শিদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত দৃঢ় মনোবল সাহসিকতা ও দক্ষ নেতৃত্বে ইতিমধ্যে আমরা কোভিড-১৯ মোকাবেলা করেছি। এছাড়াও সারা দেশের ন্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত মানের অ্যাম্বুলেন্স,(৫০ শয্য) বেডে উন্নতি করন, ডাক্তার ও নার্স দের নিয়োগসহ স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে বর্তমান সরকার।

তিনি আরো বলেন, তেরখাদাবাসীর সুস্বাস্থ্য ও উন্নত চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য আমার ব্যক্তিগত ও সরকারের পক্ষ থেকে যা যা করণীয় অচিরেই ইনশাল্লাহ সেগুলো আমরা পদক্ষেপ গ্রহণ করব।

তেরখাদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হেলেনা আক্তার বলেন, গর্ভবতী মায়েদের সু-চিকিৎসা অপারেশনসহ সকল রোগীর জন্য স্বাস্থ্য সেবা প্রদানে হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বদ্ধপরিকর। তিনি সাথে সাথে স্বাস্থ্যসেবা সুনিশ্চিতের জন্য সরকারের পাশাপাশি তেরখাদাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।