ঊষার আলো ডেস্ক: আগামী শুক্রবার দখলে দুষণে ময়ুর নদী পরিদর্শনে যাবেন খুলনার নাগরিক নেতারা। পরিবেশ সুরক্ষা মঞ্চের নেতৃত্বে ওই দিন বিকেলে তারা রায়েরমহল এলাকা থেকে পরিদর্শন শুরু করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার (০২ মার্চ) সন্ধ্যায় নিরালাস্থ সোয়াট স্কুল প্রাঙ্গণে খুলনা পরিবেশ সুরক্ষা মঞ্চের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড, কুদরত ই খুদা। সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞের পরিচালনায় সভায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক গৌরঙ্গ নন্দী, বেলার বিভাগীয় সমন্বয়কার মাহফুজুর রহমান মুকুল, সুশাসনের জন্য নাগরিক সুজনের বিভাগীয় সনম্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, নারী নেত্রী এড. তসলিমা খাতুন ছন্দা,এড. জাহাঙ্গীর রহমান সিদ্দিকী, জাবেদ খালিদ জয় পাশা, মেরিনা যুথি, অজান্তা দাস, খলিলুর রহমান সুমন, আফজাল হোসেন রাজু প্রমূখ। সভায় সিএস ম্যাপ অনুযায়ী ময়ুর নদী রক্ষায় সচেতনামূলক নানা কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।