UsharAlo logo
সোমবার, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দলীয় মনোনয়ন না পাওয়ায় লিংকন সমর্থকদের সড়ক অবরোধ ও মানববন্ধন

usharalodesk
মার্চ ১৪, ২০২১ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

শেখ বদর উদ্দীন : দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যানপদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান লিংকনকে দলীয় মনোনয়ন না দিয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে বহিস্কৃত সাবেক ইউপি চেয়ারম্যান ও খানজাহানআলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমানকে দলীয় মনোনয়ন দেয়ায় ক্ষুদ্ধ হয়ে উঠেছে যুবলীগনেতা লিংকনের সমর্থকরা।
রবিবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ফুলবাড়ীগেট খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে দিনব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এ নিয়ে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন আবুল হোসেন হাওলাদার, আবু হেনা বাবলু, মিজানুর রহমান রুপম,মাসুম খন্দকার, রুমা খন্দকার মুন্নি, অম্বিকা রাণী মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন খানজাহানআলী থানা যুবলীগের আহবায়ক যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ সাজ্জাদুর রহমান লিংকন করোনা কালিন সময়ের থেকে তিনি ইউনিয়ন এলাকার হতদরীদ্রদের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা উপকরণসহ বিভিন্ন প্রকার সাহায্য সহযোগীতা করে আসছেন। অথচ স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে বহিস্কৃত সাবেক ইউপি চেয়ারম্যান ও খানজাহানআলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমানকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানিয়েছেন যোগীপোল ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থী মোঃ সাজ্জাদুর রহমান লিংকনকে দেয়ার। এ দিকে ১৩মার্চ শনিবার রাত সাড়ে ১০টা থেকে রাত আড়াইটা পর্যন্ত ৪ ঘন্টা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে মুহুর মুহুর বিক্ষোভ মিছিল করে। এসময় সকল প্রকার যানচলাচলসহ ফুলবাড়ীগেটের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়।