UsharAlo logo
মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দানবীর ফসিয়ার রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া

koushikkln
আগস্ট ১২, ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজসহ একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ¦ ফসিয়ার রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে শুক্রবার (১২ আগস্ট) জুম্মাবাদ জন্মস্থান চেঁচুয়াতে মরহুমের কবর জিয়ারত শেষে আলহাজ¦ রইচ উদ্দীন নুরানীয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের পিতা রইচ উদ্দীন, সহধর্মীনি আলহাজ¦ ফাতেমা রহমান, ছেলে আলহাজ¦ ইসতিয়ার রহমান শুভ, অধ্যক্ষ রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক এসএম মোজাম্মেল হক, এ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, গোলাম কিবরিয়া রিপন, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপক শেখ জাহিদুজ্জামান হ্যাপি, সাবেক কাউন্সিলর গাজী আব্দুস সালাম, প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল আজিজ, নিসচা’র সহসভাপতি ইলিয়াস হোসেন, রেজাউল ইসলাম, আনিছুর রহমান, শওকত হোসেন, রাজিব নেওয়াজ, নুরুল হক মিস্ত্রী, মোজাহার হোসেন, বিশ^জিৎ সরকার, সাত্তার বিশ^াস ও হাফেজ ফসিয়ার রহমান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওঃ জালাল উদ্দীন।