UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দু’ডোজ টিকা নিয়েও করোনায় মারা গেলেন সালাম

koushikkln
জুলাই ২২, ২০২১ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক: করোনার দুডোজ টিকা নেয়ার পরও মারা গেলেন খুলনার বাসিন্দা মোঃ আব্দুস সালাম(৬৬)। গত ১০ জুলাই থেকে তিনি করোনায় ভুগছিলন। বৃহস্পতিবার (২২ জুলাই) ভোর সাড়ে পাঁচটায় গাজী মেডিকেল কলেজের করোনা ইউনিটের আইসিইতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পারিবারিক সুত্রে জানা গেছে, গত ১০ জুলাই খুলনার নিরালা আবাসিকের বাসিন্দা বেসরকারি চাকরিজীবি আব্দুস সালাম শহীদ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখান থেকে পারিবারিক সিদ্ধান্তে গত ১৯ জুলাই গাজী মেডিকেলের করোনা ইউনিটে স্থানান্তর করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান, মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।