UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে ডলারের কোনো সঙ্কট নেই : পররাষ্ট্রমন্ত্রী

pial
নভেম্বর ৮, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে ডলারের কোনও সঙ্কট নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, দেশে ডলারের কোনও সঙ্কট নেই।

আগের চেয়ে ডলারের যথেষ্ঠ মজুদ আছে। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর বুয়েটের খেলার মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, ২০০১-০৬ সালে রিজার্ভের পরিমাণ ছিল তিন বিলিয়ন ডলার। এখন ৩৪-৩৫ বিলিয়ন ডলার, আমাদের এখন কোনও ডলার সঙ্কট নেই।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, অনেক দুষ্টু লোক এলসিতে ওভার ইনভয়েসের মাধ্যমে বিদেশে টাকা পাচার করে। কাজে সরকার এ ক্ষেত্রে কোনও ব্যবস্থা নিয়ে থাকতে পারে। কিন্তু এলসি নিয়ে ঠিক কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এটা বাংলাদেশে ব্যাংক বা বাণিজ্য মন্ত্রণালয় বলতে পারবে।

অপর এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, ইউক্রেন যুদ্ধের ফলে এখন সারা বিশ্বেই জ্বালানি সঙ্কট চলছে। ফলে বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার ব্রুনাই ও কাতার থেকে এলএনজি আমদানির চেষ্টা করছে।

(ঊষার আলো-এফএসপি)