UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক খুলনা টাইমস’র প্রধান সম্পাদকের মায়ের সুস্থতা কামনায়  দোয়া অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
মার্চ ৩, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক খুলনা টাইমস পত্রিকার প্রধান সম্পাদক ও খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনের মাতা এবং প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল হকের সহধর্মিনী বেগম রিজিয়া শহীদ অসুস্থ্য। তিনি বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে শনিবার বাদ এশা পত্রিকাটির প্রধান কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক খুলনা টাইমস সম্পাদক সুমন আহমেদ, যুগ্ম-সম্পাদক ও সিইও ইয়াছিন আরাফাত রাকিব, বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি, আইন উপদেষ্টা এডভোকেট মেহেদী হাসান, প্রতিবেদক সোহেল আহমেদ, ফটো সাংবাদিক রাজু খান, অফিস সহকারী মো: শামীম প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন ঊষার আলো’র সম্পাদক বিমল সাহা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, গ্রামের কাগজ খুলনা ব্যুরো প্রধান রাজু আহমেদ।  দোয়া পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা এসএম নুর হাসান জনি।