UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ঐক্যবদ্ধ সাংস্কৃতিক মঞ্চের একুশের আয়োজন 

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নগরীর দৌলতপুরস্থ ঐক্যবদ্ধ সাংস্কৃতিক মঞ্চের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রভাত ফেরী  ও রাতে দৌলতপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঐক্যবদ্ধ সাংস্কৃতিক মঞ্চের আহবায়ক অধ্যা: সুশান্ত কুমার দেবনাথের সভাপত্বিতে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শরীফ খানের সঞ্চলনায় অনুষ্ঠানে দিবসটির  তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম নুরুল ইসলাম নুরু, ফরহাদ হোসেন মিটন, মানিক ঠাকুর বাপ্পা। অনুষ্ঠানে বিয়নমণি থিয়েটার, হাতে খড়ি, শাপলাকুুড়ি খেলাঘর আসর, কলাকেন্দ্র ও উদীচীর শিল্পীবৃন্দ সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানটি সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ উপভোগ করেন।

ঊআ-বিএস