UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে তাহমিদ হত্যায় খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

pial
জুলাই ৪, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীর দৌলতপুররস্থ খুলনা-যশোর মহাসড়ক সংলগ্ন নতুনরাস্তা কবরস্থান জামে মসজিদ সমুখে সোমবার বেলা সারে ১১ টায় পাবলা সাহাপাড়া এলাকার বাসিন্দা ও রায়ের মহল ডিগ্রি কলেজের ছাত্র সৈয়দ তাহমিদুন্নবী তাহসিনকে নির্শংস ভাবে হত্যা এবং এই নারকীয় হত্যাকান্ডে জড়িত খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পাবলা এলাকাবাসীর উদ্যোগে কেসিসি’র সংরক্ষিত কাউন্সিলর মোসাঃ সাহিদা বেগম এর সভাপতিত্বে ও মোঃ সিরাজুল ইসলাম অপুর পরিচালনায় এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদী মানববন্ধনে উপস্থিত থেকে বক্তৃতা করেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এম, এ, মান্নান বাবলু, রায়ের মহল ডিগ্রি কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ, নিহত তাহমিদের বড় দুলাভাই মোঃ রবিউল গাজী উজ্জল, একমাত্র বোন সৈয়দা আমেনা তন্নি, দৌলতপুর বেবীটেক্সী ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোঃ মহিদুল ইসলাম, দৌলতপুর দিবা-নৈশ কলেজে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শান্ত ইসলাম, ছাত্রলীগ নেতা আবুতালেব বন্দ, সুধি সমাজের জাবেদ ইকবাল রনি, রূপম, সিরাজুল ইসলাম অপু, অমিত কুমার সাহা সহ এলাকার সর্বস্তরের সচেতন মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা বলেন, পাবলা সাহাপাড়ার কলেজ ছাত্র সৈয়দ তাহমিদুন্নবী তাহসিনকে যে নির্মম ও নিষ্ঠুর ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, হত্যার মুল আসামি বাটালি পলাশকে এখনো গ্রেফতার করতে ব্যর্থ প্রশাসন। দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সহ এর খুনের প্রধান আসামী পলাশ এবং নেপথ্যে থাকা রাঘব-বোয়ালদের গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়, তা না হলে এলাকাবাসী নির্মম এ হত্যা কান্ডের সুষ্ঠ বিচারের দাবিতে আরো বৃহত্তর কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন।

উল্লেখ্য গত ৩০ জুন দুপুরে দুর্ধষ খুনিদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্বক জখমের শিকার হয় রায়ের মহল ডিগ্রি কলেজের ছাত্র সৈয়দ তাহমিদুন্নবী তাহসিন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ঘটনার রাতেই তার মৃত্যু হয়।

(ঊষার আলো-এফএসপি)