UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুরে নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালন

usharalodesk
আগস্ট ১৫, ২০২১ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে দৌলতপুরে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।

৩২ নং ওয়ার্ড আ’লীগের আলোচনা সভা ও দোয়া : জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার সকালে ৩২নং ওয়ার্ড আ’লীগ আড়ংঘাটা দলীয় কার্যালয়ে জাতীয় পকাতা উত্তোলন, গভীর শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শোক দিবসের কার্যক্রম শুরু হয়। মাল্যদানকালে উপস্থিত ও বক্তৃতা করেন সভাপতি মফিজুর রহমান জিবলু মোড়ল, সাঃ রেজাউল শেখ। এ সময় আরো উপস্থিত ছিলেন সরদার ই¯্রারাফিল হোসেন, জাহাঙ্গীর আলম, সাগির মোর্শেদ, হায়দার মেম্বার, হাসান শেখ, শাহিন সরদার, শেখ ফরহাদ হোসেন, মুস্তাকুর রহমান লিটন, শেখ তানভীর হোসেন, আরো অনেকে। বিকালে ওয়ার্ডস্থ বিভিন্ন মসজিদে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক লীগ : জাতীয় শোক দিবসের কর্মসূচি হিসাবে খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির গোলাম রব্বানী টিপু’র উদ্যোগে আজ (রবিবার সকালে) দৌলতপুরস্থ ১,৩,৪,৫ ও ৬নং ওয়ার্ডে বিভিন্ন মসজিদে দোয়া ও অসহায়দের মাঝে খাবার বিতরন করা হয়েছে । দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা শেখ আকরাম হোসন, শেখ সোলায়মান, শেখ আনিছুর রহমান, থানা সভাপতি মোস্তাফিজুর রহমান কামাল, সদস্য সচিব নজরুল ইসলাম নবী, সাং বাদিক আশিকুর রহামান, ওয়ার্ড সভাপতি রানা গাজী, সিরাজুল ইসলাম অপু, ফরহাদ হোসেন, মেহেদী হাসান সোহাগ, রাকিব হাসান তুষার, সাহাবুদ্দিন হিরোন, জামাল হোসেন বাবর, লিটু, লোকমান সরদার, জাহিদ হাসান ফয়ছাল, আলামিন, অনিক, সাজিম, মেহরাব, মিল্লাত গাজী, রাজু, সানি, ওবায়দুর রহমান সবুজ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট : জাতীয় শোক দিবস উপলক্ষে আজ (রবিবার) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরেজমিন বিভাগ দৌলতপুর নিজ কার্যালয়ে গভীর শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শোক দিবসের কার্যক্রম শুরু হয়। মাল্যদান শেষে বিশেষ আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ হারুনর রশিদ। বক্তৃতা করেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তাফা কামাল শাহাদাৎ ও মাশফিকুর রহমান। আলোচনা শেষে উচ্চমান সহকারী মোঃ আবুল কালাম আজাদ, স্টোর কিপার মোঃ মিজানুর রহমানসহ কর্মচারী ও শ্রমিকদের উপস্থিতিতে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষে সরকারী দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ে আজ (রবিবার) সকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অথিতি ছিলেন পরিচালক মাধ্যাঃ ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের প্রফেঃ হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক এ এস এম আব্দুল খালেক, জেলা শিক্ষা অফিসার খোঃ রুহুল আমীন, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রুমানাই ইয়াসমিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, শেখ মফিজুর রহমান হিরু, শেখ কামাল উদ্দিন বাচ্চু। এ ছাড়া উপস্থিত ছিলেন কানাই লাল বসাক, আশীষ কুমার সরকার ,মাসুম বিল্লাহ, মোস্তফা ফিরোজ আহমেদ, রীতেশ বিশ্বাস, ফিরোজা খানম, হাসরাত শারমিন হাসি, আনোয়ার হোসেন, জিনিয়া শারমিন, শাহনাজ মাহমুদ প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আবুল হোসেন আজাদী।

দৌলতপুর মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষে দৌলতপুর মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আজ (রবিবার) সকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে¡ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অথিতি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, সাবেক ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও আ’লীগ নোত মাকসুদ হাসান পিকু। বিশেষ অতিথি ছিলেন, পরিচালনা পর্র্ষদের সাবেক সভাপতি শেখ কামাল উদ্দিন বাচ্চু, শেখ মোঃ আবুল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, পাপিয়া খানম, হাফিজুর রহমান, মোঃ জাকির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন কার্তিক চন্দ্র মন্ডল। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ কামাল হোসাইন।