UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুরে যুব সংগ্রাম পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল

koushikkln
সেপ্টেম্বর ৪, ২০২১ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুর পাটশাহী শিল্প জামে মসজিদে আজ শনিবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর যুব সংগ্রাম পরিষদের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাত্রলীগ, যুবলীগ ও আ’লীগ নেতা রানা পারভেজ সোহেলের সভাপত্বিতে ও সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা মিনা শাহাদাত হোসেন মিনার পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ তৎকালীন সময়ে সকল শহীদ, ২১ আগস্ট গ্রেনেড হামলা, শহীদ এ্যাড.মজ্ঞুরুল ইমাম সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এবং ৫নং ওয়ার্ড আ’লীগ নেতা শেখ ইমাম হোসেন রুবেলের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদুজ্জামান শেখের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আত্মার মাগফেরাত কামনা সহ কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সুস্থ হয়ে নিজ কর্মস্থলে যোগদান করায় তার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন এম এ সেলিম, কাদের মাস্টার, হানিফ ফকির, আঃ হালিম হাওলাদার, আল মাহামুদ রাজন, সামছুল ইসলাম বিদ্যুৎ, মোঃ জব্বার, আবুল হোসেন কার্ফু, বজলু হাওলাদার, রশিদুন নবী অপু, রফিকুল ইসলাম বাবু, আমিরুল ইসলাম লিটু, মহিউদ্দিন আহম্মেদ রাজু, শেখ ফিরোজ, মোঃ সেলিম সহ সংগঠনের নেতৃবৃন্দ ও মুসল্লিগন।