ফুলবাড়ীগেট প্রতিনিধি : বাংলাদেশ তৃনমূল পার্টির দৌলতপুর থানা শাখার সম্মেলন সোমবার (১৭ অক্টোবর) বিকাল ৪ টায় দলের চেয়ারপার্সন এর মহেশ^রপাশা বাসভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তূনমূল পার্টির চেয়ারপার্সন জুলিয়া আক্তার।
খুলনা মহানগর আহবায়ক কমিটির (আহবায়ক) আঃ মান্নান পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান, যুগ্ন মহাসচিব এম এ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আঃ রশিদ । বক্তৃতা করেন খুলনা মহানগর আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ মাকসুদ শেখ, যুগ্ম আহবায়ক মোঃ ইমরান হোসেন, মোঃ নান্নু খান, মোঃ সেলিম সহ দৌলতপুর থানার বিভিন্ন নেতৃবৃন্দ। সম্মেলনে শেখ শাহিন কে আহবায়ক ও মাহফুজুর রহমান শামিম কে সদস্য সচিব করে বাংলাদেশ তৃনমুল পার্টির দৌলতপুর থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ।
অনুষ্ঠানের শুরুতে দৌলতপুর থানা তৃনমূল পার্টির পক্ষ থেকে দলের চেয়ারপার্সন জুলিয়া আক্তারকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানান নেতাকর্মিরা।