UsharAlo logo
বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুর মুহসিন হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনার সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। সকালে স্কুল অডিটরিয়ামে আলোচনা সভা শেষে শহীদ মিনারে ফটোসেশন ও পরে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার। অতিথি হিসেবে বক্তৃতা করেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মফিজুর রহমান হিরু ও সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন। স্কুলের সহকারি শিক্ষিকা ফিরোজা খানমের উপাস্থাপনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সিনিয়র শিক্ষক কানাই লাল বসাক, সহকারি শিক্ষক আবুল হোসেন আজাদী, মোস্তফা ফিরোজ আহমেদ, আশীষ কুমার সরকার, আনোয়ার হোসেন, মাছুম বিল্লাহ, রীতেশ রঞ্জন বিশ্বাস, অর্ধেন্দু শেখর মন্ডল, মৃত্যুঞ্জয় ঘোষ, জিনিয়া শারমীন, স্বপন কুমার মন্ডল প্রমূখ।


উল্লেখ্য, অত্র স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় ১১৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবেন।