ঊষার আলো ডেস্ক : ধীরে হলেও আস্তে আস্তে বাড়ছে পাণ্ডার সংখ্যা। অবশ্য মানুষের জন্যই এরা এখন বিলুপ্তির পথে এসে দাঁড়িয়েছে। সারা পৃথীবিতে খুবই কম স্থানে এখন পাণ্ডা ধেখা যায়। তেমনই এক জায়গা মালয়েশিয়ার জাতীয় চিড়িয়াখানায় জায়ান্ট পাণ্ডা লিয়াং লিয়াং এবং জিং জিংয়ের সংসারে নতুন অতিথি এসেছে। এটি হল তাদের তৃতীয় শাবক। ২০১৪ সালে এই পাণ্ডা দম্পতিকে মালয়েশিয়ায় আনা হয়েছিল।
মালয়েশিয়ার আসার ১ বছর পর ২০১৫ সালে তাদের প্রথম শাবকের জন্ম দেয় লিয়াং ও জিং এবং ২০১৮ সালে দ্বিতীয় শাবকের জন্ম দেয় তারা।
মালয়েশিয়ার বন্যপ্রাণী ও জাতীয় পার্ক কর্তৃপক্ষ জানায়, শাবকটির লিঙ্গ এখনো নির্ধারণ করা হয়নি। সে এখনো তার মায়ের যত্নে রয়েছে।
(ঊষার আলো-এফএসপি)