UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীতে বিদেশি সিগারেট বিক্রির অপরাধে ২ দোকানিকে জরিমানা

ঊষার আলো রিপোর্ট
জানুয়ারি ১৭, ২০২৫ ২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

নগরীতে বিদেশি সিগারেট বিক্রির অপরাধে দুই দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ও বুধবার (১৫ জানুয়ারি) পৃথক দুই অভিযানে তাদের এই জরিমানা করে খুলনা জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কাস্টমস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নগরীর মিঠুন স্টোর নামের একটি দোকান থেকে অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খুলনার শিববাড়ি মোড়ে অবস্থিত ওই দোকানে অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ শলাকা অবৈধ বিদেশি ব্র্যান্ডের ওরিস, মন্ড, থ্রী ফাইভ ও ব্ল্যাক সিগারেট জব্দ করা হয়। এ সময় অবৈধ বিদেশি সিগারেট বিক্রির অপরাধে প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে গত বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় খুলনার বাহিরদিয়া বাজারের রোহান স্টোরে অভিযান পরিচালনা করে কাস্টমস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ওই দোকান থেকে ৪ হাজার শালাকা অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করে। এর মধ্যে অরিস, মণ্ড, থ্রী ফাইভ, ব্লাকসহ অন্যান্য ব্র্যান্ডের সিগারেটও রয়েছে। অবৈধ সিগারেট বিক্রির অভিযোগে দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। জব্দ সকল অবৈধ সিগারেট জনসম্মুখে ভ্রাম্যমান আদালত পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

দেশি সিগারেটের দাম বাড়ার পরে বাজারে নিম্নমানের অবৈধ নকল, বিদেশি সিগারেটের চাহিদা তৈরি হয়েছে। একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় এ ব্যবসায় জড়িয়ে পড়ছে। খুলনা বিভাগের জেলা শহরগুলো ও স্থানীয় বড় বাজারগুলোতে এসব সিগারেট হরহামেসা বিক্রি হচ্ছে।

কাস্টমস খুলনা সূত্রে জানা যায়, এসব অবৈধ সিগারেট বিক্রেতাদের বিরুদ্ধে ও বিস্তার রোধে এ ধরনের অভিযান সার্বক্ষণিক চলমান থাকবে। অভিযান পরিচালনায় পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।