ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ০১ কেজি গাঁজা এবং ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, কোতয়ালী চাঁচড়া রায়পাড়া এলাকার থানার রওশন আরা(৫০) এবং লবণচরার বুড়ো মৌলভীর দরগাপাড়া এলাকার মোঃ আবু হানিফ(৩৮)। তাদেরকে মহানগরীর লবণচরা ও খানজাহান আলী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)