ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদেরর কাছ থেকে ৬০ লিটার চোলাই মদ এবং ৪০৫ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, খুলনার মাছঘাট বি ব্লক এলাকার মোঃ লাল চান মাতব্বর(২৫), সোনাডাঙ্গার ১৭ নং ওয়ার্ড খাঁ বাড়ির মোড়
এলাকার রুহুল আমীন@সোনা(২৮) এবং খালিশপুরের মুজগুন্নি বাসস্ট্যান্ডের পাশে মোঃ রিপন মোল্লা(২৮)। তাদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৩ টি মামলা রুজু করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)