ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদেরর কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, দৌলতপুরের মহেশ্বরপাশা মুন্সিপাড়ার সাকিবুল ইসলাম রূপাই(১৯), মহেশ্বরপাশা মুন্সিপাড়ার মোঃ আবু বক্কর সাদিদ(১৯), দৌলতপুরের মহেশ্বরপাশা দিঘীর দক্ষিণপাড় এলাকার মোঃ ফজলে রাব্বি(২২) এবং সোনাডাঙ্গার গোবরচাকার মোঃ সুমন শেখ(২৩) পিতা-মোঃ মোজার শেখ। তাদেরকে মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২ টি মামলা রুজু করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)