UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীতে মুক্ত বাংলা সংস্থার প্রস্তুতি সভা

usharalodesk
মার্চ ২০, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্ত বাংলা সংস্থার কর্মসূচি সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর দোলখোলা গফ্ফারের মোড়ে সংস্থার নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২৬ মার্চ বিকেল ৩টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়। মেডিক্যাল ক্যাম্পে থাকবে চক্ষু বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ ও ডায়াবেটিকস, প্রেসার ও রক্ত গ্রুপিং। মেডিক্যাল ক্যাম্প উপলক্ষে এলাকায় ব্যাপক প্রচার- প্রচারণার ব্যবস্থা করা হয়েছে।
সংস্থার সভাপতি জেড এ মাহমুদ ডন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরান হাচান মন্টুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন এম এম ওয়ারিছেল হক পলাশ, আব্দুল লতিফ সুইট, মো. জাকির হোসেন, এম এ জলিল, আলি হাসান বাবু, আবুল হাসান, তথ্য ও তালাত মাহমুদ সাগর, রফিকুর ইসলাম বাচ্চু, দ্বীন মোহাম্মদ, বনানী সুলতানা ঝুমু প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)