ঊষার আলো প্রতিবেদক : খুলনার আড়ংঘাটা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রাজা শেখ (৩৫)নামে নিহত হয়েছেন। তাঁর গুলিবিদ্ধ মৃতদেহ খুলনা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
সোমবার (০৭মার্চ) আনুমানিক ৭ টা ৪৫ মিনিটে নগরীর আড়ংঘাটা থানার রায়ের মহল সেভ ড্রিংকিং ওয়াটার এর সামনে মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা ফেলে রেখে যায়। নিহত রাজা শেখ বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যাসহ একাধিক মামলার আসামি।
রাজু শেখ ওরফে রাজা, বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন হত্যা মামলার ৩ নং আসামীসহ কয়েকটি অস্ত্র মামলা আছে তার নামে।
স্থানীয়রা জানায়, নগরীর ৪নং ঘাট এলাকা এবং ৭ নং ওয়ার্ড কাশিপুরে আত্মাগোপন করেছিল বলে । এর আগে গোপালগঞ্জ এলাকায় ছিল সেখান থেকে পুলিশ আটক করে জেলহাজতে পাঠায়। সম্প্রতি জেল থেকে বের হয়ে মাছের ব্যবসা শুরু করে রাজা।