UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে সড়ক দুর্ঘটনায় আহত ৯

ঊষার আলো
সেপ্টেম্বর ২২, ২০২১ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। বুধবার (২২ সে‌প্টেম্বর) সকাল সা‌ড়ে ১০ টায় হ‌রিণটানা থানাধীন জয়বাংলা মো‌ড়ে ট্রাক ও ই‌জিবাই‌কের মু‌খোমু‌খি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতদের খুলনা‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। আহতরা হ‌লেন, মে‌হেদী হাসান, ম‌নির গাজী, এমদাদ শেখ, মিশকাত গাজী, র‌বিউল গাজী, টুকু গাজী, মুহসীন গাজী, হা‌মিদ শেখ ও খানজাহান আলী।

হ‌রিণটানা থানার অ‌ফিসার ইনচার্জ এনামুল হক জানান, সকাল ১০টার দি‌কে একটি ইজিবাইক জয়বাংলা মো‌ড় ঘোরার সময় বিপরীত দিক থে‌কে আসা এ‌ক‌টি ট্রাক স‌জো‌রে ধাক্কা দেয়। তাতে ই‌জিবাইকটি দুম‌ড়েমুচ‌ড়ে যায়। এ ঘটনায় ইজিবাই‌কের চালকসহ নয়জন আহত হয়। স্থানীয়‌দের সহায়তায় পু‌লিশ তা‌দের উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠায়। ত‌বে ট্রাক চালক‌কে আটক কর‌তে পা‌রে‌নি পু‌লিশ।

(ঊষার আলো-আরএম)