ঊষার আলো প্রতিবেদক : খুলনা নগরীর আমতলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা যায়নি।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে আমতলা কাশেম সাহেবের বাড়ির বিপরীত দিকে জনৈক বাবু শেখের বাড়ির ছাদে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ওই বাড়ির ছাদের ওপরে টিনসেডের ঘরে গার্মেন্টেসের তুলা রাখা ছিল। মূলত টিনসেডের ঘর থেকে আগুন লাগে বলে তারা জানান। অগ্নিকান্ডের খবর পেয়ে এলাকাবাসি নিজেরাই তা নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
বয়রা ফায়ার সার্ভিসের পরিদর্শক আজিজুর রহমান বলেন, সংবাদ পেয়ে টুটপাড়া ও বয়রা স্টেশন থেকে দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে ক্ষতি বা কি কারণে আগুন লেগেছে তা তদন্ত শেষে বলা যাবে। আশপাশ অনেক বাড়ি রয়েছে। যথা সময়ে সংবাদ না পেলে ক্ষতির পরিমাণ আরও অনেক হতে পারত বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন।