ঊষার আলো প্রতিবেদক : নগরীর খালিশপুরে আলোচিত ডিম ব্যবসায়ী শহিদুল ইসলামের নবম হত্যাবার্ষিকী আজ শনিবার (২০ মার্চ)। এই দিন তাকে খালিশপুর চিত্রালী বাজারের সামনে বিআইডিসি সড়কে ফেলে প্রকাশ্যে দুর্বৃত্তরা হত্যা করে। এ হত্যা বিচার শেষ হয়নি গত ৯ বছরেও। বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে নিহতের স্বজনরা।
নিহতের ছেলে মোঃ জনি জানান, তার বাবার হত্যা বিচার পাওয়ার জন্য বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু আজও তার বিচার পাননি। এতে করে তারা বিচারের আশা অনেকটা ছেড়েই দিয়েছেন।
উল্লেখ্য, ২০১২ সালের ঠিক দুপুরে চিত্রালী বাজারের সামনে বিআইডিসি সড়কে ফেলে প্রকাশ্যে দুর্বৃত্তরা শহিদুল ইসলামকে খুন করে। এ ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১০জনের নামে চার্জশীট দাখিল করে। বর্তমানে মামলাটি জজ কোর্টে বিচারাধীন।
(ঊষার আলো-এমএনএস)