UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীর ছোট বয়রা শ্মশানঘাট এলাকায় কেসিসির উচ্ছেদ অভিযান

usharalo
মার্চ ৮, ২০২১ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে সোমবার (০৮ মার্চ) দুপুরে নগরীর ছোট বয়রা এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরী তাসমিন উর্মিও নেতৃত্বে চলা অভিযানে অংশ নেন কেসিসির এষ্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, সহকারি এষ্টেট অফিসার মাসুদ হাসান, সম্পত্তি বিভাগের কর্মচারি ইমতিয়াজ হোসেন, আনোয়ারুল ইসলামসহ পুলিশের একটি টিম।
সহকারি এষ্টেট অফিসার মাসুদ হাসান জানান, নগরীর ছোট বয়রা শ্মশানঘাট সড়কের শেষ অংশে সড়ক ও ড্রেন উন্নয়নমূলক কাজ চলছে। ওই সড়কের ফুটপাত জুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারনের জন্য সংশ্লিষ্টদের একাধিকার নোটিশ দেয়ার পরও তারা কর্নপাত করেননি। অবশেষে কেসিসি তার আইন অনুযায়ী তা উচ্ছেদ করেছে। এ সময় তারা বুলডোজার দিয়ে ৬টি দোকান ঘরের অংশ বিশেষ, ১টি বাউন্ডারী ওয়াল, একটি ক্লাব ঘর উচ্ছেদ করে ।