ঊষার আলো প্রতিবেদক : খুলনা মহানগরীর ৫ ও ৯ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়তে ওয়ার্কিং কমিটির প্রস্তাবনাগুলো বাস্তবায়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেছেন, ওয়ার্ড দুটিতে পানি, বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে কমিটির প্রস্তাবনাগুলো মূল্যায়ন করা হচ্ছে। নগরীকে স্বাস্থ্য সম্মত ও পরিবেশ বান্ধব গড়ে তুলেতে করপোরেশন কাজ করছে। বেসরকারি ব্যবস্থায় এসব কাজ করা হয়েছে। সংস্থাগুলোর মেয়াদ শেষ হলেও কেসিসি ওয়ার্কিং কমিটির সাথে মতবিনিময় ও পরামর্শ গ্রহণ অব্যাহত থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্নিন নগরী গেড়ে তোলা হবে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে নগর ভবনে জেআইজেড সেমিনার কক্ষে ওয়ার্কিং কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিবর্তনের নির্বাহী পরিচালক এম নাজমুল আজম ডেভিডের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন, কেডিএ’র চীফ প্লানিং কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভীর আহমেদ, কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আব্দুল আজিজ, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, অ্যাডভোকেট বাবুল হাওলাদার, নারী নেত্রী সিলভি হারুন, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন, কৌশিক দে প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবর্তন খুলনার শিরিন পারভীন। কমিটির প্রস্তাবনা উপস্থাপন করেন সুশীলনের উম্মে সালমা।
এর আগে কমিটি বর্জ্য ও পানি ব্যবস্থানায় কেসিসির নিকট পৃথক পৃথক প্রস্তাবনা তুলে ধরেন। খুলনা মহানগরীর ৫ ও ৯ নম্বর ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠীর সেবার মান উন্নয়নে সুশীলন কনসোর্টিয়াম পরিবেশগত সক্ষমতা বৃদ্ধিতে নাগরিক চাহিদা বিষয়ক প্রকল্পটি বাস্তবায়ন করে। বেসরকারি সংস্থা পরিবর্তন খুলনা প্রকল্পের অন্যত বাস্তবায়নকারী প্রতিষ্ঠান।