UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নানান আয়োজনে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন পালন খুলনা রেলওয়ে পুলিশের

usharalodesk
মার্চ ১৯, ২০২১ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : কেক কেটে, দোয়া ও মিলাদ মাহফিল আর শ্রদ্ধাবনতচিত্তে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ‘জাতীয় শিশু দিবস’ পালন করেছে খুলনা রেলওয়ে পুলিশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে বুধবার (১৭ মার্চ) দিনব্যাপী নানান আয়োজন করে তারা। আয়োজনের মধ্যে ছিল সকালে র‌্যালী,খুলনা বেতার কেন্দ্রে শ্রদ্বাঞ্জলি, বিকালে খুলনা রেলওয়ে পুলিশ কার্যালয়ে আলোচনা সভা, মিলাত ও দোয়ার আয়োজন করে খুলনা রেলওয়ে পুলিশ। খুলনা রেলওয়ে পুলিশের, পুলিশ সুপার মো: রবিউল হাসান এর সভাপতিত্বে এসব কর্মসূচীতে অংশ নেন কুষ্টিয়া রেলওয়ে সার্কেলের সহকারি পুলিশ সুপার মো: আমিনুর রহমান, খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো: ফয়েজুর রহমান সহ অন্যান্য অফিসার ফোর্সগণ।

ঊষার আলো-এমএনএস