উষার আলো প্রতিবেদক : নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক দ্বায়বদ্ধতা সৃষ্টি করতে হবে। সর্বস্তরে মানুষদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে।পাঠ্যপুস্তকে নারীর প্রতি অসম্মানজনক ও বৈষম্যমূলক বিষয়, শব্দ, ভাষা পরিহার করতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অভিভাবকদের সচেতন করতে সপ্তাহে একদিন অভিভাবক সমাবেশের আয়োজন করতে হবে। এতে বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতারোধে অভিভাকরা সচেতন হবেন।
রবিবার (০৫ ডিসেম্বর) সকালে খুলনা নগরীর একটি অভিজাত হোটেলে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বিভাগীয় সমন্বয়কারী আমেনা সুলতানার সভাপতিত্বে বৈঠকে মূল বক্তব্য উপস্থাপন করেন নারী নেত্রী অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু। বক্তব্য দেন মহিলা দলের নগর সভাপতি রেহেনা ঈশা, মহিলা আওয়ামী লীগের নগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতানা রহমান শিল্পী, জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মন্টু, দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, উন্নয়নকর্মী অসীম আনন্দ দাস, বিএনপি নেতা মেহেদী হাসান দিপু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআই’র বিভাগীয় প্রোগ্রাম অফিসার রুবায়েত হাসান।