গাজীপুর নগরীর পূবাইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মিনহাজ গ্রেফতার হয়েছেন। বুধবার সকাল ১০ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পূবাইল থানা পুলিশ।
মিনহাজ পূবাইল থানা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেন তিনি।পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম বলেন, ‘মিনহাজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ঊষার আলো-এসএ