ঊষার আলো প্রতিবেদক : রাজনৈতিক নেতৃতের বিকাশ, দক্ষতা অর্জন ও গণতন্ত্র সুসংহত বিকাশে ডেমোক্রেসী ইন্টারন্যাশাল (ডিআই)’র অনুপ্রেরণায় ই-লানিং কার্যক্রম শুরু করেছে জেলা আওয়ামী লীগ।
শনিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় নগরীর আওয়ামী লীগ কার্যালয়ে মাল্ট্রিপার্টি অ্যাডভোকেসী ফোরামের খুলনার আহŸায়ক জোবায়ের আহমেদ খান জবার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী। অন্যান্যের জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএম সালাম, মো. রফিকুর রহমান রিপন, ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের বিভাগীয় প্রোগ্রাম অফিসার রুবায়েত হাসান, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সদস্য কৌশিক দে, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সালেহ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রকিবুল ইসলাম লাবু, উপ-প্রচার সম্পাদক মো. খায়রুল আলম প্রমুখ। ই-লার্নি কার্যক্রমে দলটির বিভিন্ন পর্যায়ের ২০জন নেতাকর্মী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ বলেন, রাজনৈতিক শিক্ষা নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ। প্রশিক্ষিত কর্মীরা শুধু দলের নয়, দেশের সম্পদ। মানুষের ন্যায় অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাই রাজনৈতিক নেতাকর্মীদের জণকল্যানে প্রশিক্ষিত হয়ে উঠতে হবে।