UsharAlo logo
রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ন্যাপ সভাপতি মোজাফফর আহমদের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

koushikkln
আগস্ট ২৩, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি কমরেড অধ্যাপক মোজাফফর আহমদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ও মহানগর কমিটির এক যৌথ আলোচনা সভা ও দোয়া আজ ২৩ আগস্ট মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টায় ময়লাপোতাস্থ দলের অস্থায়ী কার্যালয়ে জেলা ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। জেলা প্রচার সম্পাদক এ্যাড. রাজু আহমেদের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন ন্যাপ নগর সভাপতি মোঃ নাসির উদ্দিন মাস্টার।

প্রয়াত কমরেড মোজাফফর আহমদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করে লিখিত প্রবন্ধ পাঠ করেন জেলা সাংগঠনিক সম্পাদক খান জাহিদুর রহমান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি অধ্যাপক ডাঃ তারক চন্দ্র রায়, সুরেন্দ্র নাথ রায়, জেলা সহ-সাধারণ সম্পাদক শামীম আহসান, মহানগর সহ-সভাপতি ডাঃ নিরাঞ্জন বিশ্বাস, আশুতোষ রায়, সাধারণ সম্পাদক এ্যাড মিলন মোহন মÐল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, মহিলা সম্পাদিকা মেরীনা পারভীন যুঁথি, এ্যাড আনোয়ারা আহমেদ মালা, জেলা দপ্তর সম্পাদক ডাঃ মোঃ মিজানুর রহমান, মহিলা সম্পাদিকা ডাঃ সুভদ্রা বালা ঢালী, মহিলা সহ-সম্পাদিকা ইন্দ্রানী সানা, মহানগর ন্যাপ নেতা জাভেদ খালিদ পাশা, মোঃ সজীব সরদার, মোঃ সাইফুল গাজী, গায়ত্রী জ্ঞানজ্যোতি মÐল মুক্তা, ফাহমিদা তাবাসসুম, মোঃ বাবু মোল্লা, মোঃ তাজমুল হক, কনক রায়, অন্তরা সরকার প্রমুখ।

আলোচনা শেষে বিশেষ দোয়া করা হয়।