UsharAlo logo
শুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টকারীদের কঠোর শাস্তির দাবি

koushikkln
জুলাই ২১, ২০২২ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সম্প্রতি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর, মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে প্রকৃত দায়ীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারিসহ সকল নেতৃবৃন্দ।

এক যৌথ বিবৃতিতে খুলনা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ যেকোন মুল্যে এদেশের মানুষের মধ্যে বংশানুক্রমে চলে আসা সাম্প্রদায়িক সমপ্রীতিকে টিকিয়ে রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বিবৃতিতে জেলা নেতৃবৃন্দ আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের উন্নয়নের পাশাপাশি আবহমানকাল ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য রক্ষা করতে সর্বদা কাজ করে চলেছে। তাই বর্তমান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশবিরোধী কিছু স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সাম্প্রদায়িক অপশক্তিকে নানাভাবে পৃষ্ঠপোষকতা ও মদদ দিয়ে নানা গুজব ও মিথ্যা অপপ্রচার করে চলেছে।

জেলা নেতৃবৃন্দ এসব কুচক্রী ও হামলাকারীদের বিরুদ্ধ সকলকে সতর্ক থাকার পাশাপাশি অবিলম্বে এদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি করেছেন। পাশাপাশি আবহমান কাল ধরে চলে আসা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যেন সব সময়ের জন্য অটুট থাকে তারজন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের সচেতন মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।