UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদে মিলাদুন নবী (সঃ) উপলক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর আলোচনা ও দোয়া

koushikkln
অক্টোবর ১৪, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সঃ) উপলক্ষে হযরত মুহাম্মাদ (সঃ) এর জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) আসর বাদ বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সহ সভাপতি শেখ হেদায়েত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন এর পরিচালনায় সভায় বক্তারা বলেন, সমাজের অন্ধকার দুর করার জন্যই মহান আল্লাহতায়ালা সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সঃ) কে পৃথিবীতে রহমত হিসেবে প্রেরন করেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর নির্দেশিত পথে জীবন অতিবাহিতন করেন তিনি। মহান আল্লার ঐশী গ্রন্থ আল কোরআন ও বিশ্বনবী (সঃ) এর জীবনাদর্শ আকড়ে ধরলে কোনো মানুষ বিপদ গামি হতে পারে না। মুসলিম জাতির মধ্যে ভ্রাতৃত্ব বোধ আরও সুদৃঢ় করার জন্য সকলের প্রতি আহব্বান জানান নেতৃবৃন্দ।

অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন খুলনা জেলা ইমাম পরিষদের সাধারন সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, আমতলা জামে মসজিদ এর মোয়াজ্জেম আব্দুল হালিম, বৃহত্তর আমরা খুলনাবাসীর সাবেক সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, সহ সভাপতি শেখ হেমায়েতুল ইসলাম. ডা সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু আ. হামিদ ও নিয়াজ আহমেদ তুহিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক মোহাম্মাদ আলি, এম এ জলিল, জি এম মঈন উদ্দিন, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা. মনির মাহমুদ খোকন, দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলাম ভুট্রো, কারি শরীফ মিজানুর রহমান, মুন্সি আহমেদ হোসেন, শেখ শহিদুল ইসলাম, জিসান, সাজিদ চঞ্চল, আরিফ, মনির, আলাউদ্দিন, মাসুদ রানা, রবিউল ইসলাম মিঠু, রুহল কদ্দুস, আবু বক্কার, রকিব, আজমল প্রমুখ।

আলোচনা সভাশেষে মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া করে মোনাজাত করেন দোয়া পরিচালনা করেন কারি শরীফ মিজানুর রহমান। পরে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।