UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরিত্যক্ত মাস্ক দিয়ে তৈরি হলো সুদৃশ্য গাউন

ঊষার আলো
জুলাই ২৪, ২০২১ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনার (কোভিড-১৯) কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকায় জুড়েছে আরও সামগ্রী। তার মধ্যে অন্যতম হল মাস্ক ও স্যানিটাইজার এবং নষ্টও হচ্ছে প্রচুর মাস্ক।

বিভিন্ন জায়গায় পড়ে থাকা বাতিল সেই মাস্ক দিয়েই বিয়ের গাউন তৈরি করে তাক লাগিয়ে দিলেন এক ডিজাইনার। কিন্তু তার উদ্দেশ্য শুধু পোশাক তৈরি করা নয়। তার মাধ্যমে আমজনতাকে বিশেষ বার্তা দিতে চেয়েছেন তিনি।

জানা যায়, সেই ডিজাইনারের নাম টম সিলভারউড। একটি বিয়ের বিভিন্ন রকম কাজের ওয়েবসাইট ‘হিচড’-এর সহযোগিতায় বিশেষ এই গাউনটি তৈরি করেন তিনি। যাতে ব্যবহার করা হয় ১৫০০ মাস্ক।

মডেল জেমিমা হেমব্রো সেই গাউনটি পরে ফটোশুট করেছেন লন্ডনের সেন্ট পলস ক্যাথিড্রালের সামনে, যা সকলেরই নজর কাড়ে।

এ বিষয়ে ‘হিচড’র পক্ষ থেকে সারা অ্যালার্ড জানান, আস্তে আস্তে আমরা স্বাভাবিক জীবনে ফিরেছি। কোনো বিধিনিষেধ ছাড়াই এবার বিয়ের অনুষ্ঠানে মাততে পারব আমরা।

তার মতে, করোনা পরিস্থিতিতে প্রচুর পরিমাণে মাস্ক নষ্ট হয়েছে। তিনি জানান, শুধু মাত্র প্রতীক হিসেবেই যে মাস্কের গাউন তৈরির সিদ্ধান্ত তেমনটা না। বাতিল মাস্কও যে ভাল কাজে ব্যবহার করা যায় এটা থেকে তাই স্পষ্ট।

(ঊষার আলো-এফএসপি)