ঊষার আলো প্রতিবেদক : পরিবেশ সুরক্ষায় আইনের প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা জরুরী। জলবায়ূ পরিবর্তনের ক্ষতি কমাতে পরিবেশ দুষণ নিয়ন্ত্রণ করতে হবে। খুলনাসহ সারাদেশে পলিথিন, প্লাস্টিক বর্জ্য, শব্দ দুষণ, বায়ূ দুষণ মারাত্মক আকার ধারণ করেছে। কিন্তু এসব দুষণ প্রতিরোধে কঠোর কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। মানুষের সচেতনাও কমছে। ফলে দিন দিন পরিবেশ দুষণের বিপর্যয় দেখা দিচ্ছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে তথ্য নির্ভর পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি সংস্থা সুশীলন ও পরিবর্তন এ সভার আয়োজন করে।
খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কেসিসির প্রধান নির্বাহী লস্কর তাজুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল আজিজ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, নাগরিক নেতা শাহীন জামান পন, অ্যাডভোকেট কুদরত ই খুদা, মিনা আজিজুর রহমান, সাংবাদিক কৌশিক দে, বাপার অ্যাডভোকেট বাবুল হাওলাদার, শাহ মামুনুর রশিদ তুহিন, উন্নয়ন সংগঠক ইফরান আহমেদ। স্বাগত বক্তব্য দেন পরিবর্তন খুলনার নির্বাহী পরিচালক এম নাজমুল আজম ডেভিড।