পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু শুক্রবার (৯ এপ্রিল) কপিলমুনির কাশিমনগরে নতুন মসজিদ উদ্বোধন শেষে দিনব্যাপী এলাকার উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করে বিভিন্ন বিষয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। কাশিমনগরে জুম্মার নামাজ আদায় করে বিকেলে হাবিব নগর মাদরাসার নির্মাণাধীন ভবন ও টেন্ডার সম্পন্ন ৭ কোটি টাকা ব্যায়ে কপিলমুনি-লতার সংযোগ স্থল হাড়িয়া নদীর উপর শংকরদানা ব্রীজসহ স্থানীয় ত্রিপলী মহা শ্বশ্মান পরিদর্শন করে স্থানীয়দের সাথে মতবিনিময করেন। এরপর তিনি সন্ধ্যায় আগরঘাটার ভেদামারী মোড়ে আওয়ামী লীগ নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেষার মানুষের সাথে ১৮ মাইল- কয়রা পর্যন্ত সড়ক উন্নয়ন ও মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সকলকে স্বাস্থ্য বিধি মেনে জাপিত জীবন ও সরকারের নির্দেশনা পালন করার অনুরোধ করেন। এমপি আক্তারুজ্জামান বাবু’র সফর সঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার,লতার সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, শেখ ইকবাল হোসেন খোকন, আঃ মজিদ, ইউপি সদস্য এজাহার আলী, মোস্তাফিজুর রহমান মিন্টু, আলাউদ্দীন গাজী, আঃ রাজ্জাক, যুবলীগ নেতা অহেদুজ্জামান মোড়ল,এমএম আজিজুল হাকিম, সিরাজুল ইসলামসহ অনেকে।
(ঊষার আলো-এমএনএস)