পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ওয়ালটন প্লাজার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল ক্যাম্পেইন ২০২৩ সিজন ১৮ উপলক্ষে ওয়ালটন পণ্যে সাজবে বাড়ী, ঈদে এবার নিজের গাড়ি শ্লোগানকে সামনে রেখে রোববার সকালে ওয়ালটন প্লাজার সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ওয়ালটন প্লাজায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওয়ালটন প্লাজার ম্যানেজার মোঃ জাবের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, রবি শংকর মন্ডল, আব্দুল গফফার মোড়ল, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, শেখ রুহুল কুদ্দুস সহ ওয়ালটন প্লাজার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ডিজিটাল ক্যাম্পেইন ২০২৩ সিজন ১৮ উপলক্ষে ওয়ালটন পণ্য টিভি, ফ্রিজ, এসি ও ওয়াশিং মেশিন কিনলে গাড়ী সহ লক্ষ লক্ষ উপহার মিলছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ অফার চলমান থাকবে বলে ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে।