পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় বিভিন্ন স্থানের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করেছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) কয়েকশ’ মানুষ নিজেদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করে। এদিকে এলাকার কয়েকটি স্থান ঝুকিপূর্ণ রয়েছে। এসব এলকার বাঁধ আগামী পূর্ণিমার আগেই সংস্কার ও মজবুত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পূর্ণিমার প্রভাবে নদ-নদীতে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় গত মঙ্গল ও বুধবার উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া, দেলুটির জিরবুনিয়া, সোলাদানার গুচ্ছগ্রামসহ কয়েকটি স্থানের বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়। এতে মৎস্য, কৃষি ফসল ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান বাঁধ ভেঙ্গে প্লাবিত হওয়ার ফলে ৬শ’ বিঘার চিংড়ি ঘের ক্ষতিগ্রস্ত হয়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষ টাকা। এদিকে যেসব এলাকার বাঁধ ভেঙ্গে যায় সেসকল ক্ষতিগ্রস্ত বাঁধ কয়েকশ’ এলাকাবাসী বৃহস্পতিবার (১ এপ্রিল)স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে মেরামত করেছে। ক্ষতিগ্রস্ত এসব বাঁধ যেমন টেকসই করার দরকার তেমনি যেসব এলাকা ঝুকিপূর্ণ রয়েছে সেসব বাঁধ ও মজবুত করার প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী। পাটকেলপোতা গ্রামের আব্দুলাহ আল মামুন জানান লতা, দেলুটি, সোলাদানা ও লস্করসহ যেসব ইউনিয়নের বাঁধ ঝুকিপূর্ণ রয়েছে সেগুলো এখনই মেরামত করার দরকার। তা না হলে আগামী পূর্ণিমায় আবারও বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হতে পারে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান ইতো মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকাবাসির সহযোগিতায় মেরামত করা হয়েছে এবং ক্ষয় ক্ষতি নিরুপন করে উর্দ্ধতন কতৃপক্ষ বরাবর পাঠিয়ে দিয়েছি।
(ঊষার আলো-এমএনএস)