UsharAlo logo
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

usharalodesk
এপ্রিল ৭, ২০২১ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালুয়া গ্রামের আব্দুস সাত্তার সানা তার ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য চৌমুহনী সংলগ্ন বাদুড়িয়া-গজালিয়া এলাকার নৈর নদীতে স্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক ঘটনাস্থলে অভিযান চালিয়ে বালু উত্তোলনকারীদের আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন এর আওতায় আব্দুল সালেককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

(ঊষার আলো-এমএনএস)