UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

koushikkln
জুন ২৩, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুন) সকালে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ সোহরাব আলী সানা। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগনেতা ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল, ডাঃ শেখ শহীদ উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান মোড়ল, মেয়র সেলিম জাহাঙ্গীর, আওয়ামী লীগনেতা সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ^াস, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, আব্দুল মান্নান গাজী, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, আবুল কালাম আজাদ, শাহজাদা মোঃ আবু ইলিয়াস ও শেখ জিয়াদুল ইসলাম জিয়া সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।